আজকের কবিতাটি কবি রামকিশোর ভট্টাচার্য-এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা কেউ যদি দেয়।
দিতেই পারি যা নেবে তা,খাদ্য-কাপড়-পয়সা ঢের কেউ যদি দেয় আমায় ফেরত বর্ষাবেলা শৈশবের। কাকভেজা সেই দুপুরবেলা, ভূত মেশানো গল্পেতে--- ভুলেই যেতাম তৃষ্ণা পেলে একটি চুমুক জল খেতে। ভিজতে মজা যা ছিল সব এখন খুঁজে পাইনাতো, নিয়ম ভেঙে করলে কিছু ওষুধ খেতে হাত পাতো। তার চেয়ে যে অনেক দামি তেপান্তরের মাঠ থেকে আসতো যারা রুপকথাতে, নাম ভুলেছি প্রত্যেকের। কাগজ গড়া নৌকো চেপে মন যেতো যে কোন দেশে আসতো ফিরে মায়ের ডাকে নামলে ঘরে সন্ধে সে। কেউ যদি দেয় হারিয়ে যাওয়া রামধনু রঙ দিন এনে লিখেই দেবো বিশ্ব জগৎ একটি খোঁচায় এই পেনে।