বইছে হাওয়া উত্তুরে ;
গল্পবুড়ো থুত্থুড়ে
চলছে হেঁটে পথ ধরে –
শীতের ভোরে সত্বরে;
চেঁচিয়ে যে তার মুখ ব্যথা
রূপকথা চাই, রূপকথা –
ডাক ছেড়ে সে ডাকছে রে-
বলছে ডেকে হাঁক ছেড়ে –
‘ঘুম ছেড়ে আজ ওঠ তোরা,
আয়রে ছুটে ছোটরা-
কী আছে মোর তল্পিটায়
দেখবি যদি জলদি আয়।
কাঁধের উপর এই ঝোলা –
গল্প-ভরা মন ভোলা,
দত্যি,দানব, যক্ষিরাজ,
রাজপুত্তুর, পক্ষীরাজ,
মনপবনের দাঁড়খানা-
আজগুবি সব কারখানা-
ভর্তি আমার তল্পিটায়,
দেখবি যদি, জলদি আয়।
কড়ির পাহাড় সার-বাঁধা-
মানিক-হীরা চোখ ধাঁধা-
সোনার কাঠি ঝলমলে,-
ময়নামতি টলটলে-
তেপান্তরের মাঠখানা-
হট্টমেলার হাটখানা-
আটকাল এই তল্পিটায়,
দেখবি যদি জলদি আয়।
কেশবতী নন্দিনী
এই থলেতে বন্দিনী।
শীতের প্রখর প্রত্যুষে-
আসবে না যে শত্রু সে-
ভাঙব তাদের মূখতা-
বলব নাকো রূপকথা।