জীবনের কর্তব্য
-

শেয়ার করুন

এ জীবন

শুধু ভালোবাসা দেওয়ার জন্য,

শুধু প্রেমের বার্তা প্রসারের জন্য,

শুধু ন্যায়ের পথে চলার জন্য।

 

এ জীবন

শুধু পরকে আপন করে নেওয়ার জন্য,

শুধু অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য,

শুধু অসত্যকে বিনাশ করার জন্য।

 

এ জীবন

শুধু একসাথে বাঁচার জন্য,

শুধু সৌভ্রাতৃত্বের মূল মন্ত্রে বসবাসের জন্য,

শুধু ‘মানবতা’ নামক ধর্মকে মেনে চলার জন্য।

 

এ জীবন

শুধু অপরাধকে সহ্য না করার জন্য,

শুধু সৎ-এর মার্গ অনুসরণের জন্য,

শুধু ঈশ্বরের নীতি মেনে চলার জন্য।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

কৃষ্ণনগর, নদীয়া, ২রা মে,২০২৩ (সকাল ৭টা)

 

 

 

 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন