তুমি আমার
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

কারণে-অকারণে তুমি আমার

ভালো-মন্দে তুমি আমার

সময়-অসময়ে তুমি আমার 

বাস্তবে-রূপকথায় তুমি আমার

সত্যয়-মিথ্যায় তুমি আমার

কোকিল ডাকা বসন্তে তুমি আমার 

গ্ৰীষ্মে-শীতে তুমি আমার

শাওন রাতে তুমি আমার 

এলোমেলো হওয়ার দিনে তুমি আমার

শেষ অপরাহ্ণের আলোয় তুমি আমার

ভূমিকম্পে বিশ্ব কেঁপে গেলেও তুমি আমার

সারাজীবন তুমি আমার

সামনের জন্মেও তুমি আমার-শুধু আমার।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৩/২/২০২৪

 


শেয়ার করুন

মন্তব্য করুন