তুমি আমার ভোরের সূর্য রাতের চন্দ্র মেঘলা আকাশ ঝোড়ো বাতাস। তুমি আমার হিমালয় পাহাড় বুকের পিঞ্জর যূথিকার সুবাস সজল বাতাস। তুমি আমার উজ্জ্বল শুকতারা ঘন কালো মেঘমালা চোখের মণি স্বর্গের দেবী। ---- অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৪/৫/২০২৪