সবুজ ঘাসের উপর ঘাসফুল
শরতের আকাশ আর মেঘবালিকা
সময়ের সাথে ঘুরছি আর ঘুরছি
মাঝে মাঝে লেখার চেষ্টা করি ।
যেমন তুমি শিখিয়ে ছিলে শব্দের ব্যবহার
কড়া কফি খাওয়ার নেশা আজো ছাড়তে পারোনি
শীতের রাতে চাদরে ঢাকা এক নগরী
সোডিয়াম আলো জ্বলে উঠে পথের বাঁকে
চশমার গ্লাস ঝাপসা হয়ে উঠে
চোখের কোণে জল একটু একটু করে ঝরে পড়ে
ঝিঁঝিঁপোকারা ডেকে বলে দেখো রাতের এই নগরী
দেখো দূরের ঐ তারাভরা আকাশ
ঘুমের দেশে তোমাকে ছুঁয়ে গেলাম ।