তোমাকে ভালোবাসি
মানে আমি তেমাকেই ভালোবাসি
মানে আমি আর কাউকে ভালোবাসি না
মানে বলতে পারো তুমি ছাড়া আমার ভালোবাসার পাতায় আর কেউ নেই।
যেহেতু তুমি ছাড়া আমি আর কাউকে ভালোবাসার না
সেহেতু তোমায় আমি সবচেয়ে বেশি ভালোবাসি
সেহেতু আমার মনে যতটা ভালোবাসা ধরে
সবটাই তোমাকে দিয়ে দিই;
তাই অনুদিন অনুক্ষণ আমি শুধু তোমাকেই ভেবে যাই।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/৩/২০২৪