পর্যটন (Poryatan)- নীরেন্দ্রনাথ চক্রবর্তী (Nirendranath Chakraborty)
-

শেয়ার করুন

সকলকে জানায় শুভ বিজয়া। 🙏🙏🙏

আজকের কবিতাটি জনপ্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী (Nirendranath Chakraborty)-এর বাংলা কবিতা (Bangla Kobita) পর্যটন (Poryatan)। 

              মাথায় মস্ত পাগড়ী এঁটে, 

গজিয়ে দাড়ি, গুম্ফ ছেঁটে

কেষ্টবাবু, কোথায় যান ? 

           বাদকশান্, বাদকশান্! 

কুলির মাথায় মাল চাপিয়ে

সিংহসম লম্ফ দিয়ে

বিষ্টুবাবু, যান কোথায়? 

              মোম্বাসায়, মোম্বাসায়! 

উড়িয়ে ধুলো মহেশ দাস

ভরদুপুরে কোথায় যাস? 

হঠাৎ কোথায় চললি রে? 

           সান্টা ফে, সান্টা ফে! 

সবাই এখন ছাড়ছে ঘর, 

কেষ্ট বিষ্টু মহেশ্বর। 

ব্যাপার দেখে হচ্ছে শখ

                 আমিও হব পর্যটক! 

কিন্তু আমি কোথায় যাই, 

একটি বিনে টঙ্কা নাই। 

তাই নিয়ে যায় কোথায় আর? 

             শ্যামবাজার, শ্যামবাজার । 

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী (Nirendranath Chakraborty)-এর বাংলা কবিতাটি পর্যটন (Poryatan) ছাড়াও অন্যান্য কবিতা পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন । 


শেয়ার করুন

মন্তব্য করুন