জনপ্রিয় পোস্ট

প্রথম প্রণয়
- পার্থ বসু

শেয়ার করুন

জীবনের গতি পথে,

কৈশোরে পা দিতে,

বসন্ত নিয়ে এল

যেন এক নবীন ঘ্রাণ ।

ফাগুনের ফুল ফোটে,

মন আজ কোথা ছুটে,

বৃথা কেনো নেচে ওঠে

আজ মম মন প্রাণ।।

অনুভূতি আহরন,

মনে জাগে শিহরণ,,

ব্যাকুল চিত্তে কেনো

দোলা দিয়ে যায়।

আমি তো অর্বাচীন,

বুঝি না যে এ কি দিন,,

মন কাকে খুঁজে ফেরে

কাকে যেনো চায়।।

কৈশোরে আজ আছি,

যৌবন কাছাকাছি,,

মন আজ তাই বুঝি

সাথী খুঁজে যায়..l

মন ভাবে দিবা নিশি,

কাছে এসো প্রেয়সী,,

কৈশোরে চিত্তে জাগিয়া

উঠিল বুঝি প্রথম প্রণয় ।।


শেয়ার করুন

মন্তব্য করুন