বাংলার বিদ্রোহী কবি
- কৃষ্ণ কামাল

শেয়ার করুন

 বাংলার বিদ্রোহী কবি

  কৃষ্ণ কামাল

 

 

কাজী নজরুল ইসলাম,

তুমি বাংলার বিদ্রোহী কবি

তোমার কবিতা আমাদের দেয় শক্তি

ভালোবাসা তুমি লিখেছো ধর্মের ছবি

স্বাধীনতা, মানবতা ও বিপ্লব তুমি

গেয়েছো বাংলা, হিন্দুস্তানী, ফার্সী ও আরবী

কাজী নজরুল ইসলাম

তুমি বাংলাদেশের জাতীয় কবি

তোমার সঙ্গীত আমাদের দেয় আনন্দ

উৎসাহ তুমি সৃষ্টি করেছ নজরুলগীতি

অগ্নিবীণা, বাঁধন হারা

তুমি বাজিয়েছ হারমোনিয়াম, প্রীতি

কাজী নজরুল ইসলাম

তুমি ভারতের পদ্মভূষণ পুরস্কারী

তোমার জীবন আমাদের দেয় শিক্ষা

প্রেরণা তুমি ছিলে সৈনিক, বাংলারি

সাংবাদিক, নাট্যকার ও রাজনৈতিক

তুমি ভোগেছ কষ্ট, কারাগার, অসুস্থতা,  নির্বাসন

কাজী নজরুল ইসলাম,

তুমি আমাদের গর্ব ও সম্মান

তোমার কবিতা আমাদের করে

বাংলার সন্তান তুমি আমাদের দেয় আশা

সাহস, বিশ্বাস ও বিশ্বসতা তুমি

আমাদের দেয় নতুনের গান,

বিদ্রোহীর প্রাণ

 


শেয়ার করুন

মন্তব্য করুন