বিবর্তন
বদল এসেছে এ সমাজে
মনোভাব আজ বদলে গেছে,
মৃত মানুষ উঠছে বেঁচে
জীবন্ত প্রাণ খুন হচ্ছে;
আজব দেশের সব আজব নিয়ম
দেশে আনছে বিবর্তন।
ইচ্ছাটাকে বাসনা করে
অনিচ্ছাটাকে দিচ্ছি তুলে,
নিজের স্বপ্ন অন্যের হাতে
গড়া ভাঙার এই দুনিয়ায়,
বিবর্তনের ঘূর্ণি ঝড় আজ
সারা দেশে বয়ে যায়।
সন্ত্রাস এর এই দুনিয়ায়,
মায়ের কোল হচ্ছে খালি!
অজানা সব কীট পতঙ্গ
শহরটাকে করছে শেষ।
বিবর্তনের চাকা লাগিয়ে
নিজের রথ টানছে নিজেই,
কালিদাসের সেই কথাটা
কথার মধ্যেই হচ্ছে শেষ।
আবেগটাকে আবেগ ভেবেই
জ্বলিয়ে তুলছে সন্ত্রাসে।
বিবর্তনের ঘূর্ণিপাকে-
নিজের মৃত্যু নিজের হাতেই;
নিচু-উঁচু হোক না জাতি
আসলে তো সবাই মানুষ;
মানুষ আজ নিজের হাতেই
মনুষত্বটা করছে শেষ।
একটা কথা উঠলে পরেই
ওপর জন দ্বন্দ্বে নামে
সত্য জেনে সত্যটাকেই
করছি আমরা ধ্বংস আজ!!
বিবর্তনের এই দুনিয়ায় লেগেছে এক ঘূর্ণিপাক।
ভুলটা আমরা করছি জেনেও
সেটাই করছি বারংবার
কবিদের আজ কলম ভোঁতা
বিবর্তনের ঘূর্ণিপাক।
অসৎ এর ছোঁয়া লেগেছে কমবে কি তা একদিনেই?
তা বলে কি বসেই থাকবো!
করবো ধ্বংস ভবিষ্যতের!!
সত্যটাকে সাহস করে, উগরে দেবো সবার দ্বোরে,
কঠিনটাকে বাসবো ভালো;
বিবর্তনের ঘূর্ণিঝড়কে বিবর্তনেই করবো শেষ।।