ভগবান ও আল্লার মধ্যে কোনো তফাৎ নেই
বেদ ও কোরানের মূল কথাও তো সেই একই।
ভগবান ঈশ্বর নামে পরিচিত
আল্লাও তাই,
সেই ঈশ্বরকে কেউ মন্দিরে গিয়ে ডাকে
কেউ মসজিদে।
ঈশ্বর সত্য
তাই ভগবান সত্য, আল্লাও।
সত্য সর্বদাই এক
সত্যকে নিয়ে কখনও ভাগাভাগি করা যায় না।
এই মহাজগতে যেমন
সূর্য সত্য চাঁদ সত্য পৃথিবী সত্য,
সূর্য কিন্তু দুটো নেই
চাঁদও একটা
পৃথিবীও।
এদেরকে নিয়ে ভাগাভাগি করা যায়?
তবে ঈশ্বরের বেলায় কেন হবে?
তাই তো ঈশ্বরও এক
অর্থাৎ ভগবান ও আল্লার মধ্যে কোনো তফাৎ নেই।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/১০/২০২৩
বারুইপুর