ভালো থেকো প্রিয়
-

শেয়ার করুন

গাছটাকে অনেক সুন্দর লাগে
যদি ফুল ফোটে প্রতিটি ডালে ডালে,
সবুজের সমারোহ পাতায় পাতায়
থাকে যদি শিশিরের মণি মুক্তা।

আরো অনেক সুন্দর, স্নেহ মায়া মমতা থাকবে,
প্রকৃতির বন বিহগ ডাকবে,
প্রজাপতির দলে নাচবে, ভ্রমর গুলো গাইবে
গাছের সাথে খেলবে, খেলতে খেলতে
গান গাইতে গাইতে মনের আনন্দে মহান্দে
ছবিগুলো আঁকবে ভাবনার প্রতিটি পাতায়।

গাছের শুকনো পাতা ঝরে পড়বে
সুগন্ধ বাতাসের স্পর্শ পেয়ে, ডালগুলো বড় হয়ে
পাখির বাসা খামচে ধরে রাখবে
আদর সমাদর দিয়ে।

তুমিও একটি গাছ, একটি গাছের ফুল ফল
সবুজের আবরণে ডাকা মসৃণ পাতা,
তাই তোমাকে নিয়ে, তোমাকে কিছু বলার জন্য
এই কবির প্রতিটি কবিতার কুঞ্জে কুঞ্জে,
হৃদয়ের গভীরে আলতো চাপ
আর স্বপ্ন জাগা বিদূর বনের সেই আশা
আজ সবই দৃশ্যমান এই লেখায়।

ভালো থেকো প্রিয়,
ইতি তোমার সেই অতীতের,
বর্তমানের ও অনাগত ভবিষ্যতের
মেঘলা দিনের আলো, আধারের
উজ্জ্বল জোৎস্না, সাগর সৈকতে তুফানের আগমন।।


শেয়ার করুন

মন্তব্য করুন