ভালোবাসা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

 

ভালোবাসা ভোরের হালকা শীতল বাতাসের মতো
নির্মল।

ভালোবাসা শিশুর মনের মতো সততায় পরিপূর্ণ।

ভালোবাসা সূর্যের আলোর মতো উদার।

ভালোবাসা আত্মার মতো অমর।

ভালোবাসা ঈশ্বরের চরণের মতো পবিত্র।

ভালোবাসা মৃত্যুর মতো অপরাজেয়
ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৯/১১/২০২৩


শেয়ার করুন

মন্তব্য করুন