ভিক্ষুক
- ভাস্কর পাল

শেয়ার করুন

ভিক্ষুক

 

বাটি হাতে পথের ধারে

সকাল হতে সন্ধ্যে-

চিন্তা স্বপ্ন মুছে ফেলে

সব সময়ই ভিক্ষা করে।

 

তারাও হল মানব জাতি

খারাপ শুধুই পরিস্থিতি-

ভাগ্যের চাকায় তাই তারা

ভিক্ষুক নামে পেয়েছে পরিচিতি।

 

তাদের মনেতে হিংসা নেই

নেই বেশি লালসা

দয়া করে যেটুকু পায়

সেটাই তাদের ভালোবাসা।

 

তাদেরও হয়তো স্বপ্ন ছিল

স্কুলে পড়ার ইচ্ছা ছিল-

সকল ইচ্ছা মুছে আজ

ছাদহীন তাদের বাস।


শেয়ার করুন

মন্তব্য করুন