কবি গণেশ ভট্টাচার্য (Ganesh Bhattacharya) -এর একটি ভালোবাসা / আনন্দের বাংলা কবিতা (Bangla Kobita) ভোরের আলো (Bhorer Alo)।
আমার আছে ভোর
পকেটে দিই তোর
পকেটটা কী ছেঁড়া ?
ছেঁড়া পকেট হলে
ভোর যে যাবে গলে
পড়বে না তো ধরা ।
ভোরকে যদি ধরতে পারিস মনে
সকাল বেলার যে সূর্যটা বনের
তোর কাছেও আসবে মাঝে মাঝে
দেখবি তখন অপূর্ব এক আলো
সকাল- সন্ধ্যা তোকেও জড়ালো
পড়াশোনায় এবং অন্য কাজে ।