ভ্রমণ
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

নীল আকাশে বড়ো ছোটো সাদা মেঘ দেখলেই
আমি ‘ভ্রমণ ভ্রমণ’ গন্ধ পাই-
ইচ্ছা করে সাদা মেঘের পিঠে চড়ে দেশ দেশান্তরে পাড়ি দিই।
ঝর্ণা যেমন উঁচু পর্বত শিখর থেকে উচ্চ গতিতে নিচে ঝাঁপিয়ে পড়ে
আমি ঠিক তেমন ভাবেই নীল আর সাদা রঙের অপূর্ব মেলামেশার দৃশ্য আমার দুচোখে ভরে নিই।
তখন আর ভালো লাগে না একঘেয়ে জীবন,
ভালো লাগে না সেই বাস লরির শব্দ ফেরিওয়ালার ডাক,
মন চায় জীবনের পরীক্ষা থেকে একটু ছুটি নিতে।
ইচ্ছা করে সব ছেড়েছুড়ে হারিয়ে যাই অজানা প্রকৃতির কাছে,
যেখানে চেনা-পরিচিত কেউ নেই,
আকাশ বাতাস আলাদা,
সবকিছুর মধ্যে আছে শুধু শান্তি আর শান্তি।
যেখানে নেই কোনো কোলাহল,
মানতে হবে না কারও আদেশ,
পালন করতে হবে না ধরাবাঁধা জীবন,
ঈশ্বরের হাসির ছোঁয়া সবকিছুতে।
প্রকৃতির সাথে দুটো মনের কথা বলা যাবে,
প্রকৃতিকে মন উজাড় করে ভালোবাসা যাবে,
ছোট্ট শিশু যেমন মায়ের সাথে খেলা করে-
প্রকৃতির সাথেও তেমন ভাবেই হেসে খেলে দিনযাপন করা যাবে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/০৭/২০২৩


শেয়ার করুন

মন্তব্য করুন