মাছের বাড়ি -নাশিদ ববি
-

শেয়ার করুন

মাছের বাড়ি তাল গাছে তে 

তাল ধরে ডোবার ধারে 

দেখি বইয়ের কভার খানা 

ফুল পাখি আর জন্তু আঁকা 

ছোট খুকি আপন মনে রঙ করেছে সব কিছুতে 

ঘরের দেয়াল জুড়ে থাকে জল ফড়িং আর প্রজাপতিতে  

ধুর ছাই সব গেল তলে 

ছন্দ ছড়া সব গোল মেলে যে 

কোথা গিয়ে আটকে যায়

শব্দ খুঁজে নাই যে পাই

হলুদ সবুজ  পাথরগুলো 

গভীর জলে ডুব দিয়েছে 

এখন তবে কি ভাবব ! 

ভীষণ চিন্তা মাথায় ধরে 

গলা ছেড়ে গান গাই  ধিন তানা ধিন তানা তাকডুম তাকডুম । 


শেয়ার করুন

মন্তব্য করুন