বাজছে ঢোলক ডাই ডুমা ডুম বারবেলাতে
দুপুরবেলা দেখায় খেলা মাদারীতে
দুইটি বাঁশের মাথায় লম্বা দড়ি এঁটে,
বেদেনী মা দড়ির ওপর যাচ্ছে হেঁটে
ঘাগরা পড়া, কলসি মাথায় মাদারী মা
বাবা কোথায় কে জানে তার নেই ঠিকানা,
দুই হাতে তার লম্বা একটি বাঁশের লাঠি
ফুটপাতি ওই সার্কাসটার জীয়ন কাঠি,
কলসিতে তার পেট ভরাবার তাগিদ ঠাসা,
পায়ের নিচে দশ বারো ফিট সব্বনাশা,
একটি ছানা ঘুরে ঘুরে ঢোলক বাজায়
শিকনি ঝরা শুকনো মুখে পয়সা কুড়ায়
পেটের মধ্যে আরেকটি যে গুড়গুড়িয়ে
খিদের ঝোঁকে খাচ্ছে মাকে গর্ভে শুয়ে,
কি আসে যায় কখন কোথায় মায়ের পেটে
কে কেন দেয় ফি বছরে বাচ্চা সেঁটে !
উড়ছে ধুলো, শহরতলির মানুষগুলো
মাপছে মাকে, শুঁকছে খাবার কুকুরগুলো !
মাদারী মা দশ বারো ফুট দড়ির মাথায়
পায়ের পাতায় লিখছে হিসেব খিদের পাতায়
হঠাৎ যদি পিছলায় পা খরচা খাতায়
নষ্ট শহর, মুচকি হাসে, কি আসে যায়
দেখ বাবাজি কি খোদকারি দুনিয়াদারি
খেলা দেখায় দড়ির মাথায় কোন মাদার ই।
বাজছে উদুম টাক ডুমা ডুম বারবেলাতে
চলছে ভারী খেল মাদারী ও ফুটপাতে !