যদি আমি
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

যদি আমি আকাশ হতাম
তাহলে আমি পৃথিবীকে ধরে রাখতাম।

যদি আমি সূর্য হতাম
তাহলে আমি বিনা পৃথিবী অন্ধ হতো।

যদি আমি বায়ু হতাম
তাহলে আমি বিনা পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতো না।

যদি আমি প্রলয় হতাম
তাহলে আমি আপন খেয়ালে পৃথিবীতে ধ্বংসলীলা চালাতাম।

যদি আমি সাগর হতাম
তাহলে আমার জঠর মণিমুক্তায় পূর্ণ থাকতো।

যদি আমি জল হতাম
তাহলে আমার কোনো নির্দিষ্ট আকার থাকতো না।

যদি আমি সময় হতাম
তাহলে আমি কখনও থেমে থাকতাম না।

যদি আমি মেঘ হতাম
তাহলে আমার দেশ বিদেশ ভ্রমণে কোনো টাকাপয়সা লাগতো না।

যদি আমি যুদ্ধ হতাম
তাহলে আমার জন্য হয় জয় না হয় পরাজয় আসতো।

যদি আমি ভগবান হতাম
তাহলে আমি অসীম ক্ষমতার অধিকারী হতাম।

যদি আমি তুমি হতাম
তাহলে তুমি আমি হয়ে যেতে।

যদি আমি সত্য হতাম
তাহলে আমি মিথ্যা হতাম না।

যদি আমি শূন্য হতাম
তাহলে আমি কিছুই হতাম না।

যদি আমি কিছুই না হতাম
তাহলে আমার অন্য কিছু হওয়ার আশাও জাগতো না।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭/১২/২০২৩
বারুইপুর


শেয়ার করুন

মন্তব্য করুন