নিপুণ হাতে অঙ্কিত পটুয়ার, নানা রঙে রঞ্জিত- কাশের গুচ্ছ যেন বা, ছুঁতে দাও ললনা তোমার অঙ্গখানি; ছবির মত সুতির বয়ন, টেরিকোট,'কাপাস-ফুলের গন্ধ' বস্ত্রখানি, 'বাসাংসি' তুমি কবিতায়- বাস্তবে 'নারীভূষণ, পবিত্র তন্তুজ গর্ব। -কুন্তল শীল,২৫ জানু,২০২৫