শিবকে ভালোবাসি (শিবের গান)
-

শেয়ার করুন

 

শিবকে ভালোবাসি
তাঁকে বড়ো ভালোবাসি,
নিজের জীবনের থেকেও তাঁকে আমি
আরও বেশি ভালোবাসি।।

শিব মোর ধ্যান জ্ঞান
শিব মোর মন প্রাণ,
আমি যা কিছু দেখি
সবকিছুর মধ্যে শিবের অস্তিত্ব টের পাই।।

শিব মোর ভালোবাসা
শিব মোর আলো আশা,
নিজের জীবন বলিদান করতে
আমি রাজি শিবের জন্যে।।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪/১১/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন