সাদা পৃষ্ঠা
যানেন তো সময় বদলায় দিন কাটে তেমনি মানুষ বদলায়।
এই ভাবছিলাম ভাবতে ভাবতে হঠাত
করে বেজে ওঠে সেলফোন টা।
ভেসে ওঠে একটি নারী মূর্তির ছবি এবং তার সাথে তার নাম।
নামটি হয় তো অন্যদের কাছে অজানা। কিন্তু আমার কাছে ছিলো খুবি পরিচিত একটি।
এই নামটির সাথে বেধে ছিলাম কতোই না আশা।
কলটি রিসিভ করা মাত্রই সোনা যাই একটি নারি কণ্ঠ। তারপর বলে ওঠে। ভালো আছিস?
হ্যা ভালো আছি । তুই কেমন আছিস?
সেও বলে হ্যা ভালো আছি।
তারপর টুকি টাকি কথা।
যার মধ্যে ছিলো কতোই না হাজারো প্রশ্ন। যা তোকে বলার আর ক্ষমতা হয়ে উটলো না আমার।
হয় তো তুই আজ অন্যকারুর অভিমান
অন্যকারুর ঘর।
আচ্ছা!
আজযো কি আছে তোর সেই কোমর লম্বা চুল।
আজও আছে সেই কথা না সোনার বদঅভ্যাস ।
লিখিস অযো সেই তোর কথার ডাইরি
যার মধ্যে ছিলো আমার তোর গল্পঃ
এই সবই কথার ভাবোনার মাঝে
তুই প্রশ্ন কোরলি।
নতুন কাউ কে পেলি রে ?
বল্লাম। না আমি একা।
তুই প্রশ্ন কোরলি আবার। কিন্তু একটু গম্ভীর হয়ে।
আজো খাস বুঝি ?
বল্লাম হ্যা। জানিস তো জীবনের এই পথে কত জন না এলো গেলো। কতোই না আসবে। যন্ত্রণা দেবে। কিন্তু আযো যন্ত্রণা দেই তামাক পাতার সেই বিষাক্ত ধোয়া।
এখানেই কথা শেষ হলো।
হয় তো তোমরা সবাই ভাবছো
কে ছিলো সেই নারী ? তার নামটাই বা কি ছিলো ?
শুধু এতো টুকুই জানি যে। আমাদের সবার জীবনের একটি গল্পের ডাইরি হয়। যার এক প্রান্ত আমরা পরে থাকলেও।
ওপর প্রান্তরে পৃষ্ঠাটি থেকে যায় সাদা।
বাকি গল্পঃ গুলি রয়ে যায় শুধু সৃতির ঝুলিতে। যার সাথে আমরা সবাই।
অচেনা।
অযানা।
আজ হয়তো আমিয়ো কারুর ডাইরির সেই সাদা পৃষ্ঠা। যার ওপর প্রান্তের খোঁজের চেষ্টা চালিয়ে যাই আজো প্রতিবার।
#রক্ততুলী