সুখের দেখা নাই
মোঃ হেদায়েতুল ইসলাম
সুখের দেখা নাইরে ভাই সুখের দেখা নাই,
দুঃখ কষ্টে জীবন গেল সুখের দেখা চাই।
কথা কাজে নাইরে তো মিল মানুষ বদলে গেছে,
মানুষ কেমনে মানুষ ঠকায় কেমনে মানুষের লাগে পিছে।
হিংসা দিয়ে মনটা ভরা তাইতো সুখ চলে যায় যাবে,
লোভে ক্ষোভে মনুষ্য জীবন ধ্বংস হচ্ছে দেখেছো কি ভেবে।
মন্দ কথা মন্দ কাজের রাস্তাগুলো করে দাও বন্ধ,
বিবেক দিয়ে বিচার করো নয়তো তুমি মূর্খ অন্ধ।
সুখের দেখা পেতে হলে মানুষ ভালোবাসতে হবে,
মন্দ কথায় মন্দ কাজে সুখ কে পেয়েছে কবে?
অহমিকা বাদ দিয়ে ভাই বিনয় নিয়ে চলো,
সুখের দেখা পেতে হলে সুনীতি নিয়ে বলো।