স্বভাব (Swavab)- রাজকুমার বেরা (Rajkumar Bera)
-

শেয়ার করুন

চিলচ্যাঁচানো দাদুর স্বভাব

জেঠুর স্বভাব হাঁকা, 

খোকার স্বভাব পুতুল ভাঙা

যায় না ধরে রাখা। 

বোনের স্বভাব রান্নাবাটি

গয়নাগাটি পরা, 

কাকুর স্বভাব আচার চুরি

যায় না মোটে ধরা। 

মায়ের স্বভাব ঠাকুর পুজো

দিদির শুধুই গল্প, 

আন্নাপিসির শান্ত স্বভাব

রাগটা ভীষণ অল্প। 

বাবার স্বভাব যাত্রা দেখা

মেসোর লাগে নস্যি, 

আমার স্বভাব এসব দেখা

তাইতো আমি দস্যি।


শেয়ার করুন

মন্তব্য করুন