‌ জীবনের হিসাব-মতিউর রহমান সরদার
-

শেয়ার করুন

 

 

জীবনের হিসাব,

মতিউর রহমান সরদার

 

কি করেছি আমার জিবনে ?,এখন করছি হায় হায়,

বয়স নিয়ে ছিনিমিনি খেলে, এখন শিশু হতে চাই।

 

কি হলো? কি করলাম? কি যে করেছি ভুল,

আরাম আয়েশে ফুর্তি করে কাটিয়ে ,হারিয়েছি দুই কূল।

 

ছুটিই ছুটিই কেটে গেছে আমাদের জীবন খানা,

ছোটবেলায় কোন সঠিক গাইডলাইন ছিল না ,যে আমাদের করবে মানা।

 

ফাইভ থেকে অনার্স পর্যন্ত, কি করেছি পড়াশুনা,

হঠাৎ করিয়া চোখের অশ্রুপাত করিয়া, করছি বর্ণনা।

 

কি হোলাম আমি? কি করবো? কোথায় এখন যাব,?

এভাবে আমাদের জীবন নিয়ে কতদিন আর থাকবো?

 

পথ দেখাও দয়াময় প্রভু ,যখন করেছি জীবনের হিসাব এর পাপ,

তুমিতো দয়াময় প্রভু, তুমি আমার করো তবে মাপ,

 

 

যৌবন আমার কেড়ে নাও, বয়স থাক যেমন আছে,

শিশুদের সাথে নতুন জীবন শুরু করে, থাকতে চাই আমি বেঁচে,

 

আমার জীবনে যখন এই দশা, তখন কি আর করা যায়,

আমিতো কিছুই জানতাম না, তো এখন কষ্টে লিখি কবিতায়।

 

আমার বয়স আমি ফাঁকি দিয়েছি, ফাঁকি দিয়েছে ও আমার জ্ঞানী পিতা,

আমিতো নিশ্চুপ থাকতাম, আমায় নিয়ে স্বপ্ন দেখতো আমার গর্ভধারিনী মাতা ‌

 

আমি তো বুঝতাম না, এখন বুঝেছি যখন অল্প,

আমার জীবনের দুঃখ কষ্ট নিয়ে তোমাদের সাথে করি কিছু গল্প।

 

কে আছে আমার? কে বলবে আমার? কে ধরবে আমার শক্ত করে হাত,

আর বলবে ,তুমি পারবে ,তুমি পারবে, তুমি হয়ো না আর উন্মাদ।

 

 

 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন