অনুভূতির অধীনে
-

শেয়ার করুন

মনোরথে লাগিল ব্রহ্মশাপ,
সমপ্রাণা প্রতাপী হৃদয়ও যুগল,  
সহিতেছে সন্তাপ।
প্রতিহত পরানও আজি,
আবারও উঠিল বাজি,  
বিজিত মদ্যপ সুরে,
বকিতেছে বিশ্রম্ভালাপ।


শেয়ার করুন

মন্তব্য করুন