আমায় দুঃখে রেখে যদি তুমি সুখে থাকতে পারো
তবে সুখে থাকো।
আমি চাই তুমি আমায় আরো দুঃখ দাও
অনেক দুঃখ দাও
অনেক অনেক অনেক….
কারণ আমি জানি আমায় দুঃখ দিলে তুমি সুখে থাকতে পারবে
আর তুমি সুখে থাকো এটা আমি চাই
তাই বলছি আমায় দুঃখ দাও
আকাশ সমান দুঃখ দাও।
এমন দুঃখ দাও যাতে আমার বুক সূর্যের আগুনের মতো জ্বলে
আর তাতে তোমার মন-প্রাণ পূর্ণিমার আলোর মতো সুখে থাকে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/৪/২০২৪