তুমি আমায় না ভালোবাসলেও আমি তোমায় ভালোবেসে যাব
আমি তোমায় নিয়ে স্বপ্নের দুনিয়ায় একের পর এক নতুন রাজ্য বানিয়ে যাব।
সেই সব রাজ্যে আমি হব রাজা তুমি রানী
কিন্তু বাস্তবের জ্বালাময় বিশ্বে আমি তোমার প্রেমের ভিখারি
তুমি মুখ ফিরিয়ে রাখা পাষাণী সখী।
তাই তো স্বপ্ন দেখা সোজা
বাস্তবে যা হয় না
স্বপ্নে তা ঘটিয়ে মজা।
আমি তো আমির নই যে রাজ্য বানাবো, রাজপ্রাসাদ গড়ব তাও একটার পর একটা…. এই বাস্তবের মাটিতে।
আমি তো কিছুই দিতে পারব না তোমায় শুধু ভালোবাসা দেওয়া ছাড়া
তাই আমি স্বপ্ন দেখি আমার স্বপ্ন দেখতে ভালো লাগে।
সেখানে তুমি আমার আমি তোমার
এখানে আমি তোমার তুমি অন্য কারোর।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৩/২০২৪