আমার প্রতিজ্ঞা
- নিজাম উদ্দিন রনি

শেয়ার করুন

মনের মাঝে ঈর্ষা যতো 
করব তারে শেষ, 
ভালোবাসা অটুট থাকবে 
সবার সাথে বেশ।
 
কারো সনে বিবাদ যেনো
না হয় কোনো ক্ষণ, 
কারো মনে কষ্ট দিয়ে 
ভাঙব না তার মন।
 
অহমিকা রাখব না আর
করব তারে নাশ,
ধনী-গরীব মিলেমিশে
করব মোরা বাস।
 
আপন করে নেব তারে 
ভাবি যারে পর,
বন্ধু করে রাখব তারে
সারা জীবন-ভর।
 
দুই দিনের এই দুনিয়াতে
বাঁচব যতো দিন!
জাতি ভেদে কাউকে আমি
করব না আর হীন।

শেয়ার করুন

মন্তব্য করুন