আমি পাহাড়কে ভালোবাসি
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আমি পাহাড়কে ভালোবাসি।
কিন্তু কতটা ভালোবাসি তা
আমার পক্ষে মুখে বলে বোঝানো সম্ভব নয়,
যদি সারাজীবন ধরে বলে যাই তবুও ফুরোবে না।
কিন্তু কতটা ভালোবাসি তা
আমার পক্ষে লিখে বোঝানোও সম্ভব নয়,
কেউ যদি আমাকে বলে,
“তোমার যত খাতা লাগবে দেবো
তুমি শুধু লিখে বোঝাও”,
আমি তাকে একটা কথাই বলবো,
“আমি যত খাতা লিখবো সেই সব খাতা যদি একের উপর আর একটি করে রাখা হয় তবে তা পৃথিবীর মাটি থেকে শুরু করে চাঁদের মাটিতে গিয়ে পৌঁছেও শেষ হবে না, চাঁদের মাটি থেকে মহাশুন্যে হারিয়ে যাবে,
এত খাতা কি জোগাড় করা সম্ভব হবে?”
হনুমান যেমন নিজের বুক চিরে দেখিয়েছিলেন যে বুকের ভিতর রয়েছেন রাম সীতা,
আমার যদি অমন ক্ষমতা থাকতো
আমিও দেখিয়ে দিতাম নিজের বুক চিরে
বুকের ভিতর রয়েছে পাহাড়!

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/১০/২০২৩


শেয়ার করুন

মন্তব্য করুন