তোমায় ঠিক কতটা ভালোবাসি
তা বোঝাতে পারব না আমি।
আমি নই জাদুকর যে,
তোমায় ঠিক কতটা ভালোবাসি তা বোঝানোর জন্য জাদু করে এক নিমেষেই পায়রাকে গোলাপ বানিয়ে দেখাব।
আমি নই ঈশ্বর যে,
তোমায় ঠিক কতটা ভালোবাসি তা বোঝানোর জন্য ঐশ্বরিক ক্ষমতায় আকাশ থেকে গোলাপ বৃষ্টি করে দেখাব।
আমি নই আমির যে,
তোমায় ঠিক কতটা ভালোবাসি তা বোঝানোর জন্য
একটা গোলাপ বাগানের দ্বীপ তোমায় উপহার দেব।
আমি তো কবি
আমার অমন ক্ষমতা নেই একদমই।
আমার কবিতায় আমি
তোমার নাম চিরস্থায়ী করে রেখে যেতে পারি,
আমার কবিতা যতদিন মানুষ পড়বে
তোমার নামও ততদিন মানুষের মুখে মুখে ঘুরে বেড়াবে,
আমি পারি শুধু এইটুকুই।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/৮/২০২৪