আশা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

দেখা হোক তোমার সাথে জীবনের পরে,

কথা হোক তোমার সাথে ওপারে গিয়ে,

ভালোবাসা হোক তোমাকে নতুন ভালোবাসায়,

বাস করা হোক তোমার সাথে অচেনা জায়গায়,

হারিয়ে যাওয়া হোক তোমার সাথে নতুন স্বপ্নে,

পরস্পরের দিকে তাকানো হোক বিদায়ী ঘুমের পরে,

হাতে হাত রাখা হোক সামনের পথ চলার,

সাথী হিসেবে থাকা হোক আগামী অধ্যায়ের।

 

১৮ই জুন,২০২৩,সকাল ১০:১৭(ভোর থেকে মেঘলা আকাশ), বারুইপুর 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন