উড়োজাহাজ
- মঞ্জুষ দাশগুপ্ত

শেয়ার করুন

আজকের কবিতাটি বিখ্যাত কবি মঞ্জুষ দাশগুপ্ত -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা উড়োজাহাজ

আঁকন বাঁকন নদীর বাঁকে
উড়োজাহাজ নামতে থাকে
টুনটুনিরা গাছের ফাঁকে
ভয় পেয়েছে,কেবল ডাকে..... 
এমন সময় মিতুন হাঁকে
উড়োজাহাজ পড়লো পাঁকে
নদীর চড়া আটকে রাখে
খেলনা উড়োজাহাজটাকে। 
মা চলেছেন খুঁজতে কাকে? 
জলও নেবেন কলসী কাঁখে? 
আমাকে আর মিতুনদাদাকে? 
আঁকন বাঁকন নদীর বাঁকে? 
যত্ন করে দেখাই মাকে
খেলনা উড়োজাহাজটাকে
আঁকনবাঁকন নদীর বাঁকে
কেমন করে নামতে থাকে। 

শেয়ার করুন

মন্তব্য করুন