আজকের কবিতাটি কবি শৈলেনকুমার দত্ত -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা উধাও কেন ?।
মাঠজোড়া সেই কাশবন আর কু-ঝিক-ঝিক গাড়ি দুগগা-অপু দেখছে দূরে---উড়ছে হাওয়ায় শাড়ি। আকাশ জুড়ে মেঘের খেলা দেয় যে কোথায় পাড়ি আজকে তারা উধাও কেন!কেউ দিয়েছে আড়ি? নোটন নোটন পায়রাগুলো বকম বকম সুরে অঙ্ক কষার ঠিক দুপুরে ঘুরত উঠান জুড়ে বইখাতা সব ছড়িয়ে দিত,টানত কোথায় দূরে আজকে তারা উধাও কেন!কোন্ দিকে যায় উড়ে? ঠাকুমা যেই খুলত ঝাঁপি অমনি সুযোগ পেয়ে পক্ষিরাজে রাজপুত্তুর আসত সটান ধেয়ে। ঢাল-তলোয়ার ঝন-ঝনাঝন রাখত দুকান ছেয়ে আজকে তারা উধাও কেন!দূরের আকাশ বেয়ে? সেই ছেলেটা ভেলভেলেটা তেপান্তরের মোড়ে আমবাগানে আপন মনে সারাটাদিন ঘোরে! মাথায় পালক দূরের মাঠে বাজায় বাঁশি জোরে সবাই যদি উধাও তবে কাটাই কেমন করে?