কবি পঙ্কজ সাহা (Pankaj Saha)-এর একটি ভালোবাসার বাংলা কবিতা (Bangla Kobita) এই সকালে (Ei Sakale)।
এক মন্ত্র বল
যে মন্ত্রে লেগে আছে ভালোবাসা
এক স্বর উচ্চারণ করো
যে স্বরে একই বৃন্দে ফুটে থাকা
এক স্বপ্ন দেখো
যে স্বপ্নে আকাশজুড়ে সাদা পায়রা
একটি সুর বেছে নাও
যে সুর হিমালয় থেকে কন্যাকুমারিকা
আলো ধুয়ে ঝরে পড়েছে
এক মানচিত্রে
সেই মানচিত্র
সহসস্র কোরক মেলে
ফুটে উঠেছে
আজ এই সকালে।