একটা শিশু~ শৈলেনকুমার দত্ত
-

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি শৈলেনকুমার দত্ত -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা একটা শিশু

ঝকঝকে নীল আকাশ কোথায়!টলটলে সেই জল? 
দূর আকাশে মেলত ডানা রঙিন পাখির দল! 
অচিনপুরের রাজপুত্তুর সেই যে বনের ধারে
পক্ষিরাজের ধরত লাগাম তেপান্তরের পারে! 
গঙ্গাফড়িং লাফিয়ে যেত সবুজ নরম জমি
গাছের ডালে কলকলাতো ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী! 
আকাশজোড়া রামধনু কই?শুকতারা জ্বলজ্বলে? 
পদ্মফুলের পাপড়ি ঘিরে মুক্তো সেই টলমলে! 
ভোরের শিশির ঝরিয়ে দিত শিউলি ফুলের রাশি
প্রজাপতির আলতো ডানায় ফুটত রঙিন হাসি! 
সব কি তবে হারিয়ে গেছে?মনটা কেন রাঙায় না! 
বুকের মাঝে বলল কে--- না,হারায়নি,তা হারায় না। 
সবার মনে একটা শিশু রহিবে জেগে যতক্ষণ
রঙিন ধুলোয় ছাইবে আকাশ,স্বপ্ন মধুর ততক্ষণ। 

শেয়ার করুন

মন্তব্য করুন