একটি ভূল স্বীকার ; গৌতম মির্ধা
-

শেয়ার করুন

আজ আমি অনেকখানি নিচে নেমে গেলাম 

এক লহমায়, গভীর অজানা খাদে,

শুধুমাত্র নিজের একটি কৃতকর্মের সুবাদে,

যথার্থ শাস্তিস্বরূপ আমি আজ গহীন অবসাদে

একা বসে ভাবি, কেন এটা হোল! 

তবে কি হোল, আমার মধ্যেই লুকিয়ে থাকা 

কোন দুরাত্মার অনির্বচনীয় ভুলে?

জানিনা আর কখনও ফিরে পাবো কিনা 

সে হারানো সম্মান, যা এতকাল আমি

পেয়ে এসেছিলাম মানুষের সমতলে ।

আজ অন্যের চোঁখে আমি যে কতখানি নেমেছি সেটাতো পরের বিচার, কিন্তু নিজের কাছে?

আমার শিরা উপশিরায় আজ সারাদিন চলল রক্তের হোলিখেলা, শুধূ বিবেকের দংশনে,

মস্তিষ্কের স্নায়ুগুলো এখনও নিস্তেজ, হটাৎ ফিরে আসা নীতিবোধের নির্যাতনে,

যে আমি বরাবর চেষ্টায় থাকি, জ্ঞানত বেঁধেও রাখি প্রানপনে নিজেকে ন্যায়ের পরাকাষ্ঠে,

সেই আমি আজ সযতনে লালিত 

ভাবমূর্তিটাকেই ঠেলে দিলাম মরনের যূপকাষ্ঠে,

 

কিন্তু এক নির্দোষ হৃদয়ে আজ যে ক্ষতটুকু হল

সেতো হোল আমারই জন্যে, আমারই ভুলে,

আরেকবারটি যদি সুযোগ পেতাম, শুধু একটিবার, সে ক্ষত আমি মিলিয়ে দিতাম আমার চোখের জলে ।।

                                         লেখা : গৌতম মির্ধা


শেয়ার করুন

মন্তব্য করুন