শীতের সময় বৃষ্টি
উঃ সে যে এক রোমান্টিক দিন !
দেখো তো বৃষ্টি ঝরা দিন
উফ কি কাণ্ড
ব্যাকুল হৃদয় ছুটে যায়
একটু বৃষ্টি ছুঁয়ে আসি ।
ভালোবাসার প্রিয় মুখগুলি
ভেসে উঠে হৃদয়ের মাঝে
বুঝি আজ আর থামানো যাবে না
একটু বৃষ্টি ছুঁয়ে দেখি !
বাঃ অপরূপ দৃশ্য
রঙ ধনুর সাত রঙ ছড়িয়ে পড়েছে হৃদয়ের আকাশে ।