আজকের কবিতাটি কবি সতীশ বিশ্বাস -এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা এক যে রাজা।
এক যে ছিল রাজা, তার ছিল এক গোঁফ! কথায় কথায় গোঁফ নাচিয়ে বলতো রাজা 'চোপ!' তার ছিল এক নাক, রাতে সেটাই ঢাক! পারতো না তাই করতে ডাকাত রাজকোষটা ফাঁক। আর ছিল দুই কান সর্বদা টান টান। রা-জনিন্দা শুনলেই তার ঘ্যাচ্ হ'তো গর্দান!