এখন সময়, নতজানু হয়ে বসবার
-

শেয়ার করুন

এখন সময়, নতজানু হয়ে বসবার,
এখন সময় তবে, নতশির,
সুগভীর,
অনুতাপে বিদীর্ণ হৃদয়
যদি নিদারুণ যন্ত্রণায়, থরোথরো কাঁপে
তার কাছে ক্ষমাভিক্ষার।
লোভে পড়ে, নাবালক হৃদয় আমার,
কসাই বাজারে,
এক মুঠো ভালোবাসা চেয়ে
মোহে পড়ে
বিকিয়ে দিয়েছি আমি পাকেচক্রে, কানাকড়ি দরে।

নিরর্থক লোভে, শানিত ছুরিকা তীক্ষ্ণধার,
অনিবার,
বিক্ষত করেছে তোকে,
বিপন্ন বালক হৃদয়,
ব্যাথাতুর মুক অভিমান,
আমার লুকোনো খাতে
বিনষ্ট অশ্রু হয়ে বয়,
এখন বিনিদ্র রাত,
স্তম্ভিত তারারা জেগে রয়।
এখন সময় তবে, মৌন দুখে ক্ষমা চাইবার,
সামনে সুদীর্ঘ রাত,
বালক হৃদয় তোকে,
বুকে বেঁধে পথ চলবার!


শেয়ার করুন

মন্তব্য করুন