এগিয়ে চল
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

ও ভাই, এগিয়ে চল পিছে তাকাস না

আজ তোর সামনে চলার দিন থেমে থাকিস না।

শুধু এগিয়ে যা এগিয়ে যা,

সত্যকে আঁকড়ে ধরে মনকে শক্ত করে-

এগিয়ে যা এগিয়ে যা।

পিছন থেকে শুনবি অনেক মিথ্যার কু ডাক

দিস না পাত্তা কোনো কথায়

আজ থামার দিন নয়-

সত্যের কাছে পৌঁছানোর দিন।

শক্তি শুধু শক্তি আরও চাই মনের সাহস,

এতদিন সব সয়েছিস, মুখ বুজে মিথ্যার জয় মেনেছিস, কিন্তু, আজ আর নয়।

চল রে ভাই চল চল।

ঐ দ্যাখ, মিথ্যার আকাশ শেষ হয়ে আসছে,

জানবি, একটু পরেই উদিত হবে-

এ বিশ্বব্রহ্মাণ্ডের সত্যের প্রতীক, সূর্য।

এখন চল রে ভাই এগিয়ে চল এগিয়ে চল এগিয়ে চল।


শেয়ার করুন

মন্তব্য করুন