কখনও যদি আকাশে দেখো একটি ছায়াপথ
-

শেয়ার করুন

কখনও যদি আকাশে দেখো একটি ছায়াপথ-

মনে রেখো সে একটি ছায়াপথই আমার হাজার ভুলে হারিয়ে যাওয়া পথ।
হাজার ভুলে হারিয়ে যাওয়া পথ? জানো না সে কী?
সে যে তোমায় খুঁজে পাওয়ার স্থান প্রিয়া!
সেই ছায়াপথের লাখো লাখো তারার মাঝেই আছ তুমি।
কিন্তু হায়,তোমায় খুঁজতেই আমার দুই চক্ষু হয়েছে সারা-
তবু পাইনি তোমার দেখা!

(ঘুমের ঘোরে অবচেতনে মিটিমিটি হেসে)
এসব যত ভাবি নিশীথের গভীর ঘুমের ঘোরে,
তত স্বপনের বেমানান কল্পনাগুলো মনের পাতায় জুড়ে-
আমার গভীর নিদ্রাকে ক্রমশ ক্ষীণ করে তোলে।


শেয়ার করুন

মন্তব্য করুন