কবিগণ যে কাজে পটু
-

শেয়ার করুন

বাস্তবে যা অসম্ভব

কল্পনায় তা সম্ভব।

 

বাস্তবে চাঁদকে বাড়ি আনা যায় না

কল্পনায় চাঁদকে শুধু বাড়ি আনা কেন

তাকে খাবার খাইয়েও দেওয়া যায়

কবিগণ এ কাজে ব্যাপক পটু।

 

বাস্তবে সূর্যকে ছোঁয়া যায় না

কল্পনায় সূর্যের বুকে ঘুমিয়ে থাকা যায়

কবিগণ এ কাজে ব্যাপক পটু।

 

বাস্তবে মেঘ হ’য়ে আকাশে ভেসে বেড়ানো যায় না

কল্পনায় মেঘ হ’য়ে সারা পৃথিবী ঘুরে বেড়ানো যায়

কবিগণ এ কাজে ব্যাপক পটু।

 

বাস্তবে বেঁচে থাকাকালীন বেহেশতে বা নরকে যাওয়া যায় না

কল্পনায় ঐ কাজ অনায়াসেই করা সম্ভব

কবিগণ এ ব্যাপারে ব্যাপক পটু।

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন