কবিগুরু রবীন্দ্রনাথ
- কৃষ্ণ কামাল

শেয়ার করুন

কবিগুরু  রবীন্দ্রনাথ

কৃষ্ণ কামাল

 

 

 

কবিগুরু

কবিগুরু, তুমি আমার প্রাণের আলো

তুমি আমার মনের গান

তুমি আমার ভাষার মুক্তি

তুমি আমার সংস্কৃতির প্রাণ

কবিগুরু, তুমি আমার শিক্ষার গুরু

 তুমি আমার চিন্তার পথ

তুমি আমার কলার উৎস

 তুমি আমার সাহিত্যর মত

কবিগুরু, তুমি আমার দেশের গর্ব

 তুমি আমার রাষ্ট্রের গান

 তুমি আমার বিশ্বের বন্ধু

 তুমি আমার মানবতার প্রমাণ

কবিগুরু, তুমি আমার অনন্ত অনুপ্রাণ

 তুমি আমার অমর অভিমান

 তুমি আমার অমূল্য অর্ঘ্য

 তুমি আমার অবিশ্বাস্য অভিযান ।।

।।


শেয়ার করুন

মন্তব্য করুন