কষ্ট আমার সুখের মাঝে
কষ্ট আমার মুখে,
কষ্ট আমার দুখের মাঝে
কষ্ট অতি বুকে।
কষ্ট আমার নিদের মাঝে
কষ্ট জাগরণে,
কষ্ট আমার সকাল-সাঁঝে
কষ্ট ক্ষণে ক্ষণে।
কষ্ট আমার রবের মাঝে
কষ্ট নিরবতায়,
কষ্ট আমার চলার মাঝে
কষ্ট সরলতায়।
কষ্ট আমার প্রীতির মাঝে
কষ্ট নয়নজলে,
কষ্ট আমার ম্মৃতির মাঝে
কষ্ট আমার ছলে।
কষ্ট আমার হাসির মাঝে
কষ্ট অভিমানে,
কষ্ট আমার রোদন মাঝে
কষ্ট অসীম প্রাণে।
কষ্ট আমার চাওয়ার মাঝে
কষ্ট ভীষণ লাজে,
কষ্ট আমার খাওয়ার মাঝে
কষ্ট সকল কাজে।