কেউ হারিয়ে যায় না
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আমাদের প্রিয়জনদের মৃত্যু হলে 

আমরা ভাবি তারা আর পৃথিবীতে নেই

কিন্তু তবু তারা পৃথিবীতেই থাকে

কেউ হারিয়ে যায় না।

আমরা তাদের আর চোখে দেখতে পাই না ঠিকই

তবুও তারা পৃথিবীতেই থাকে।

ঈশ্বর এই পৃথিবীর বাইরে থাকেন না

তিনি এই পৃথিবীতেই থাকেন 

আমাদের কাছাকাছি থাকেন

তবু তাঁকে আমরা দেখতে পাই না।

প্রাণ দেওয়া নেওয়া ঈশ্বরের খেলা

তিনিই প্রাণ দেন তিনিই প্রাণ নেন।

আমাদের প্রিয়জনদের দেহান্তের পরে 

সবাই তাঁর কাছেই ফিরে যায়

এটাই আমরা দেখতে পাই না।

ঈশ্বর আমাদের সাথে থাকেন 

আর তারাও আমাদের সাথেই থাকে

শুধু আমরা দেখতে পাই না —- এই যা।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৩/৫/২০২৪

 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন