কোথায় মুসলিম তুমি?- কবি- জুয়েল ইসলাম
-

শেয়ার করুন

শক্তি দাখাও না মুসলমান হবে তুমি পরাজিত
কাল কিয়ামতে প্রুভু করবে তোমায় লজ্জিত,
শক্তি আছে মদের সবার তোমার কান বেশি?
তাই তো প্রুভু বলেন তারা রাগ করে বেশি।
জানিনা কি ভাবো তুমি, তুমি নিজেকে?
জেনে রেখো প্রুভু মদের সবার কাছে,
আছো তুমি ডুবে পাপের সাগরে
জেনে রেখো তোমায় যেতে হবে কবরস্থানে।
ভাবো মুসলমান কথায় আছো তুমি ডুবে?
ভুলে যেওনা তোমায় পৃথিবী ছেড়ে যেতে হবে,
ভালো হয়ে যাও আমল কর বেশি
কবরে এই জিনিস কাজে আসবে বেশি।
হয়ে উঠো উমরের মতো রাগি
মদের ইসলাম প্রচার হবে তাড়াতাড়ি,
ঘরে বসে থেকে না মুসলিম তুমি
মুনাফিকদের বিরুদ্দে লড়াই করো তুমি।


শেয়ার করুন

মন্তব্য করুন