কাকডাকা ভোরে,
বিছানাটা ছেড়ে,
বঁধু গেছে চানে,
সবাই তা জানে।
আলো ফুটার আগে,
একাই সে জাগে।
ঘরের কাজ যত
করছে অবিরত।
গুছিয়ে সব কাজ,
অল্প একটু সাজ,
গাঁয়ের পাশে নদী
বইছে নিরবধি।
ঘর থেকে বেরিয়ে,
মেঠো পথ পেরিয়ে,
কলসি নিয়ে ঘাটে,
মৃদু পায়ে হাঁটে।
ঘোমটা-টা জড়িয়ে,
বেলা যায় গড়িয়ে,
ঢোল-কলমীর ফুল,
জলে খায় যে দোল।
বাদাম তুলে নায়,
মাঝি গান গায়।
সাদা বক ঠায়,
দাঁড়িয়ে এক পায়।
মাছ শিকারে মগ্ন,
দ্বি-প্রহর লগ্ন।
জেলেদের নাও রে
ধরে মাছ হাওরে।
বর গেছে বিহানে।
ভাতের হাঁড়ি উনুনে।
জলের কলসি ভরে,
ফিরবে বঁধু ঘরে।