চুরি (Curi)
- মনোরঞ্জন পুরকাইত (Manoranjan Purkait)

শেয়ার করুন

কি দেখেছ? 

নদী

নদীর পাশে বন

বনে অনেক গাছ

গাছের ডালে পাখি

সকাল বিকেল হতেম মাখামাখি। 

কি দেখছ? 

নীল

আকাশ নীলের দেশ 

নীলের কোলে চাঁদ

চাঁদের থেকে পরী

স্বপ্নে তারা নামতো সরাসরি। 

কি দেখছ? 

মাঠ

মাঠের পথে গরু

গরুর পিছে রাখাল

রাখাল বাজায় বাঁশি

বাঁশির সুরে হৃদয় ভাসাভাসি

কি দেখছ? 

ঘর

ঘরের পাশে পথ

পথের ধারে বট

বটের থেকে ঝুরি….. 

সেই সব ছবি হয়েই গেছে চুরি।

 


শেয়ার করুন

মন্তব্য করুন